সখীপুরে ঘরের তালা ভেঙে চুরির ঘটনায় ১ চোর আটক

আইন আদালত টাঙ্গাইল সখিপুর

সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে একটি বাড়িতে ঢুকে দরজার তালা ভেঙে চুরি করে পালানোর সময় ইয়াছিন (৩০) নামে এক চোরকে আটক করে রবিবার (৫ নভেম্বর) সকালে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (৪ নভেম্বর ) রাতে উপজেলার বেতুয়া গ্রামের কৃষ্ণাচালা এলাকায় এ ঘটনা ঘটে।
চোরেরা এসময় নগদ ৮০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। আটককৃত ইয়াছিন বেতুয়া গ্রামের বাসিন্দা। সে বেতুয়া নানার বাড়িতে বসবাস করে। এসময় একই গ্রামের সজীব নামে আরো একজন তার সাথে ছিলো বলে জানান আটককৃত ইয়াছিন। তবে চোর চক্র এলাকার চিহ্নিত মাদকসেবী হওয়ায় চুরির ঘটনায় আরো কয়েকজন জড়িত থাকতে পারে ধারনা স্থানীয়দের । বাড়ির মালিক প্রবাসী রাসেল আহমেদের ভাই রাজীব জানান, তার বড় ভাই বিদেশ থাকেন। রাসেলের স্ত্রী ওই দিন বাড়িতে ছিলেন না। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়লে চোর চক্র একটি টিনশেড ঘরে ঢুকে। এসময় পাশের রুমে থাকা রাজীব আলমারি ও সুকেশের ড্রয়ার ভাঙ্গার শব্দ পেয়ে বুঝতে পারে ঘরে চোর ঢুকেছে। এসময় সে কৌশলে ঘরের বাইরে দরজা লাগিয়ে দিয়ে ইয়াছিনকে আটক করে।
আটককৃত চোর ইয়াছিন বলেন, একই গ্রামের চিহ্নিত মাদকসেবী সজীব তাকে নেশা করিয়ে ওই বাড়িতে চুরি করতে নিয়ে যায়। চুরি করে সজীব ঘর থেকে বের হয়ে গেলেও নেশার ঘোরে তার বের হতে দেরি হওয়ায় সে আটকা পড়ে। বহেড়াতৈল ইউনিয়নের ৭ ওয়ার্ডের সদস্য উজ্জ্বল হোসাইন ও স্থানীয়রা বলেন, আটককৃত ইয়াছিন সম্প্রতি সখীপুর ও কালিহাতি উপজেলায় কয়েকবার চুরি করে ধরাও পড়ে। ইয়াছিন ছাড়াও এলাকায় অনেক মাদকসেবী রয়েছে যারা সবসময় প্রকাশ্যে নেশা করে ও এলাকায় নানা ধরনের চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত।
সখীপুর থানার এসআই নজরুল ইসলাম জানান, চুরি হওয়ার খবর শুনে ওসির নির্দেশে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করা হয়েছে। একজনের বিরুদ্ধে তেমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আটককৃত ইয়াছিনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হবে।

 

৫৩৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *