মধুপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের মধুপুরে আলোকদিয়া ইউনিয়নে সারের ন্যায্য মূল্য, সার বিপনন মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৫ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গাংগাইর বাজারে বিসিআইসি ডিলার টুটুর ট্রের্ডাসকে সারের মূল্য তালিকা বিষয়ে ২ হাজার টাকা জরিমানা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। দক্ষিন লাউফুলা বাজারে মা-বাবার দোয়া এন্টাপ্রাইজের মালিক শাহীন আলমকে সার বিক্রির লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন।
এছাড়াও লাউফুলা দক্ষিণ বাজারে মেয়াদ উর্ত্তীণ খাদ্য রাখার অপারধে এক দোকানদারকে ৫ শ’ টাকা জরিমানা করা হয়েছে। মনিটরিং কালে মধুপুর নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল জানান, সারের অবৈধ মজুদ, বাজার মূল ঠিক রাখা, সরকার নির্ধারিত মূল্য ঠিক রাখার বিষয়ে বাজার মনিটরিং করা হয়।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, সরকার নির্ধারিত মূল্যে যাতে কৃষকরা সার ক্রয় করতে। অবৈধ মজুদ বন্ধ, বাজার মূল্য সাটানোসহ বিষয়ে বিষয়ে সারের বাজার মনিটরিং করা হয়। এ সময় গাংগাইর বাজারে টুটুল ট্রের্ডাসকে ২ হাজার ও লাউফুলা দক্ষিণ বাজারে বা মায়ের দোয়া এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।