স্টাফ রিপোর্টার, মির্জাপুর ।।
টাঙ্গাইলের মির্জাপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মাসুদুর রহমান যোগদান করেছেন। ৩৭ তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত ২ নভেম্বর মির্জাপুরের এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি চট্রগ্রাম ও গাজীপুর জেলায় এবং সর্বশেষ ফরিদপুর জেলার ভাঙা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। মাসুদুর রহমানের বাড়ি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার নাড়–য়া গ্রামে। তিতুমীর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাষ্টার্স করা মাসুদুর রহমান ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক।
মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর বলেন, সরকারের সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌছে দেয়া হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হয়রানি মুক্ত জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলে উল্লেখ করেন।