
দেলদুয়ার প্রতিনিধি ॥
টাঙ্গাইল দেলদুয়ার আটিয়া ইউনিয়নে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে নব-নির্মিত মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ও একটি রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) উপজেলার ভুড়ভুরিয়া স্কুল মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও নব-নির্মিত ভবন শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ এর আয়োজন করা হয়।
নি¤œ মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি রাশেদ আলী খান এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত দে সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমনসহ জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও শিক্ষক শিক্ষার্থীরা।