
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি ও বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কোনো প্রকার প্রচার ছাড়াই কালিহাতী পৌর এলাকার দক্ষিণ বেতডোবা এলাকায় বসে বিতরণের ফলে অনেকেই পণ্য পাচ্ছেন না এমন অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, একটি প্লাস্টিকের বালতি দ্বারা অনুমান করে গ্রাহকদের চাল দেয়া হচ্ছে। প্রতি গ্রাহকের মাঝে ৪৭০ টাকার বিনিময়ে ৫ কেজি চাল, ২ কেজি মশুরির ডাল ও ২ লিটার ভোজ্য তেল দেয়ার কথা। কিন্তু পরিমাপ ছাড়া চাল দেয়ায় ৫ কেজির জায়গায় অনেকেই পাচ্ছেন ৪ কেজি ৭০০ গ্রাম/৮০০ গ্রাম। মঙ্গলবার (৭ নভেম্বর) পৌর এলাকার দক্ষিণ বেতডোবায় টিসিবির পণ্য নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক বেশকয়েকজন উপকারভোগী জানান, টিসিবি পণ্য বিতরণের খবর আমাদের জানানো হয়নি, আমরা লোকমুখে শুনে এসেছি। সেই সকাল থেকে বেলা ১১ টা পর্যন্ত বসে আছি এখনো আমাদের পণ্য দেয়নি। ডিলারের সাথে যখন কথা বলি তখন বলে দিবে। তাঁরা আরও বলেন, কার্ডধারীদের বিতরনের খবর জানানো হয় না। তাই তারা পণ্য নিতে সময় মতো আসতে না পারলে পরবর্তীতে এসব পণ্য কৌশলে ডিলাররা বিক্রি করে দেন। পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মাধ্যমে অথবা প্রচারণার মাধ্যমে পণ্য বিতরণের খবর জানানো হলে আমাদের পণ্যগুলো সময়মতো নিতে পারবো।
এ বিষয়ে ডিলার রানা তালুকদার বলেন, সোমবার (৬ নভেম্বর) সারাদিন মাল দিয়েছি। আজও মঙ্গলবার (৭ নভেম্বর) দিচ্ছি। সঠিক নিয়মেই মাল বিতরণ হচ্ছে।
এমন অনিয়মের বিষয়ে কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার বলেন, কার্ড তৈরি করে আমি এবং ইউএনও মহোদয় সাক্ষর করে দিয়েছি। যা জনগণের মাঝে পৌঁছে গেছে। এই ডিলারশীপের নিয়ম হলো তাঁরা প্রতিদিন দোকান খুলে মাল দিবে। একদিন কিছু মাল দিয়ে সে অনিয়ম করেছে এমন খবর পেয়ে আমি তাৎক্ষণিক এখানে এসেছি। তিনি আরও বলেন, জনগণ সকাল ৮টা থেকে এসে বসে আছে, এখন পর্যন্ত (সকাল ১১ টা) মাল পায়নি। ডিলারকে বলে গেলাম এখন তিনি মাল দেওয়া শুরু করবে। কোন কার্ডধারী যদি মাল না পায় তাহলে তাঁরা আমাদের জানালে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।