মধুপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা এনজিও বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন।
উপজেলা প্রসাশন আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা রথিন্দ্রনাথ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমি, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এস এম শহীদ, সাস ‘র নির্বাহী পরিচালক তপন কুমার গুণ, কারিতাসের মাঠ কর্মকর্তা সূচনা রুয়াম, কাইলাকুলি ডাক্তার বেকার হাসপাতালের নির্বাহী পরিচালক প্রিজন নংমিন, জলছত্র প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রীনা নাসরিন প্রমুখ। এ সময় এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় এনজিওদের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।