
সোহেল রানা, কালিহাতী ॥
দেশব্যাপী বিএনপি ও জামায়াতের নৃশংস বর্বরতা ও নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বুধবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় বিক্ষোভ মিছিলটি কালিহাতী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু কালিহাতী বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজনীন সুলতানার নেতৃত্বে মহিলা আওয়ামী লীগের নেত্রীরা একে-অপরের হাত দরে দীর্ঘ মানববন্ধনের সূচনা করেন।
এ সময় মানববন্ধনে উপস্থিত মহিলা আওয়ামী লীগের নেত্রীরা বিএনপি, জামায়াতের দেশব্যাপী বর্বরতার প্রতিবাদ জানিয়ে তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।
৪৫৭ Views