
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বিএনপি নেতা আজগর আলীকে দ্বিতীয়বার গ্রেফতার করেছে পুলিশ। আজগর টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি। বুধবার (৮ নভেম্বর) সকালে জেল থেকে বের হওয়ার সাথে সাথে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাকে পূনরায় গ্রেফতার করা হয়। এর আগে ২৯ অক্টোবর শহরের পৌর এলাকার কাগমারা থেকে নাশকতা ও বিষ্ফোরক মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।
সুত্র জানায়, সরকার পতনের ১ দফা দাবী আদায়ের লক্ষে চলমান আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে গত ২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনে মহাসমাবেশে অংশগ্রহন করেন তিনি। এরপর ২৯ অক্টোবর শহরের পৌর এলাকার কাগমারা থেকে নাশকতা ও বিষ্ফোরক মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন বিকেলে টাঙ্গাইল আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। মঙ্গলবার (৭ নভেম্বর) আদালতে তার জামিন মঞ্জুর হয়। বুধবার (৮ নভেম্বর) সকালে জেল থেকে বের হওয়ার সাথে সাথে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাকে পূনরায় গ্রেফতার করা হয়।
এ ব্যপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, সরকার পতনের ১ দফার চলমান আন্দোলনকে ব্যহত ও নেতৃত্ব শূন্য করতেই পুলিশ দিয়ে সরকার নেতাকর্মীদের ঢালাও ভাবে গ্রেফতার করছে। এ সরকার পুলিশের উপর ভর করে টিকে আছে, তবে এ আশা তার পুরন হবে না। গ্রেফতার করতে করতে একজন নেতাকর্মীও যদি অবশিষ্ট থাকে এই জালিম সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আমি জেলা বিএনপির পক্ষ থেকে এর আগে টাঙ্গাইলের যত নেতাকর্মী গ্রেফতার হইছে তাদের নিঃশর্ত মুক্তি দাবী করছি। সেই সাথে সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আজগর আলীর নিঃশর্ত মুক্তি এবং এই গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া পি.পি এম জানান, সকালে জেল গেট থেকে তাকেসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।