
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল নাগরপুরে আওয়ামী লীগ সরকারের “উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ” বিষয়ে সুভিধাভোগীদের অংশগ্রহনে প্রচারনার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ নভেম্বর) সন্ধায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার আব্দুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়োরম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান শামিনা বেগম শিপ্রাসহ জনপ্রতিনিধি ও ১২ ইউনিয়নের সুভিধাভোগীরা। পরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।