স্টাফ রিপোর্টার ॥
বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে রাতে টাঙ্গাইলের পৃথক দুটি স্থানে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যার পর টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়ক ও জেলা সদর রোডে এ মশাল মিছিল করে বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল জেলা বিএনপির নির্দেশে সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এম এ রৌফের নেতৃত্বে মশাল মিছিল হয়েছে। শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় থেকে উৎখাত করার সকল আন্দোলনে মাঠে থাকবে টাঙ্গাইল জেলা বিএনপি।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন বলেন, টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে ও টাঙ্গাইল পৌরসভার জেলা সদর রোডে মশাল মিছিল করেছে জেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। অবরোধ সফল করার জন্য এই মশাল মিছিল করেছি আমরা।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম মিয়া জানান, এ রকম ঘটনার কোন সংবাদ এখনও পাইনি। তবে আইন বহির্ভূত এ ধরনের কোন ঘটনা ঘটানো হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।