টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত ৩৪ জন

টাঙ্গাইল টাঙ্গাইল সদর স্বাস্থ্য

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলায় থামছেই না ডেঙ্গু পরিস্থিতির ভায়াবহতা। প্রতিদিনই শনাক্ত হচ্ছে বিপুল সংখ্যক ডেঙ্গু রোগী। বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া বুধবার (৮ নভেম্বর) সকালে জানিয়েছেন, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৩৪ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে চার হাজার ৯৯৪ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪০ জন রোগী। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার হাজার ৮৫৭ জন রোগী। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ আছেন ১৩৭ জন রোগী। এপর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে মোট ১৩ জনের মৃত্যূ হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৮ জন, মির্জাপুর উপজেলায় ২০ জন, মধুপুর উপজেলায় ৫ জন এবং গোপালপুর উপজেলায় ১ জন রয়েছেন। এরা বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

 

২৬৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *