নাগরপুরে অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের মিছিল

টাঙ্গাইল নাগরপুর

স্টাফ রিপোর্টার ॥
বিএনপি ও জামায়াতের তৃতীয় দফার ডাকা অবরোধের প্রতিবাদে শেষ দিনে বৃহস্পতিবার (৯ নভেম্বর) টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে আহসানুল ইসলাম টিটু এমপির কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের পাশে রাজিয়া কমপ্লেক্্েরর সামনে সমাবেত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, শেখ সামছুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. কহিনুর ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিয়াকত সিকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল-মামুন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুবলীগের যুগ্ন আহ্বায়ক আনিসুজ্জামান তুহিন, যুবলীগ নেতা হৃদয় মিয়া, ছাত্রলীগের সভাপতি মো. আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজীব মিয়াসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

২১৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *