সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এলেঙ্গা পৌর আওয়ামী লীগের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তুলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
এলেঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনছার আলী বি.কম, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ মালেক ভূইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা ও নাগবাড়ী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল কাইয়ুম বিপ্লব প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শান্তি ও উন্নয়ন সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে জনসমুদ্রে পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়ে ওঠা আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজকে শেখ হাসিনার জন্যই বাংলাদেশের অর্জন এখন সারা দুনিয়ার নজরকাড়া। বঙ্গবন্ধুর সোনার বাংলায় দিনবদলের রূপকার শেখ হাসিনার সরকার বারবার দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আবারো নৌকায় ভোট চান।