স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে দেলদুয়ার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রনোদনার কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, দেলদুয়ার উপজেলা কৃষি অফিসার মাহবুবুল হাসান, ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খন্দকার ফজলুল হক প্রমুখ।
প্রনোদনার কর্মসূচির আওতায় দেলদুয়ারের ৮টি ইউনিয়নের ৮০০ জনকে গমের বীজ ও সার, ২ হাজার ৮০০ জনকে সরিষার বীজ ও সার, ৭০০ জনকে ভূট্রার বীজ ও সার, ৬০ জনকে সূর্যমুখীর বীজ ও সার, ৪০ জনকে শীতকালীন পেয়াজের বীজ ও সার, ৮০ জনকে মসুরের বীজ ও সার, ৫০ জনকে চিনাবাদমের বীজ ও সার, ১২০ জনকে খেসারীর বীজ ও সার এবং ৩ হাজার ৮০০ জন কৃষক-কৃষাণীদের বোরো হাইব্রিড বীজ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।