
ধনবাড়ী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ধনবাড়ীতে জাল দলিল করার দায়ে এক সাবেক সেনা সদস্য ও তাঁর ভাইকে জেল হাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। ভুক্তভোগীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওই ভুক্তভোগীর নামে সেজনু মিয়া। সে উপজেলা বলিভদ্র ইউনিয়নের পাঁচ-পোটল গ্রামের মৃত শোমসের আলীর ছেলে। অভিযুক্ত সাবেক সেনা সদস্য পাশের কাকনিআটা গ্রামের লোকমান হোসেন ওরফে দোলোয়ার হোসেন ও তাঁর ভাই কোরবান আলী। মঙ্গলবার (৭ নভেম্বর) এ রায় দেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ওই সাবেক সেনা সদস্য ও কোরবান আলী বলিভদ্র ইউনিয়নের বাগুয়া মৌজার বিআরএস খতিয়ান-১৬৮৪, হাল দাগ ৮৭২ ও ১১২৮ দাগে ৫ শতাংশ জমির কাগজপত্র জাল করে। পরবর্তীতে দুই ভাই মিলে নিজেদের নামে খারিজ করে ভোগ দখলে যায়। ভুক্তভোগী ওই জমি ফেরত পেতে টাঙ্গাইলের আদালতে মামলা দয়ের করেন। তদন্ত প্রতিবেদনের ভার দেয়া হয় পিবিআইকে। পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করলে বিজ্ঞ আদালত সকল তথ্য যাচাই-বাচাই করে জাল দলিল করার দায়ে লোকমান হোসেন ওরফে দোলোয়ার হোসেন ও তাঁর ভাই কোরবান আলী জেল-হাজতে প্রেরণ করে। মামলা নং- ১৯৩/২৩, ধারা ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০/১০৯ পেনাল কোর্ড।
এছাড়াও ওই সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে একাধিক জাল দলিলের মামলা রয়েছে । যার নং- ২১০/২০২২, ১৪৭/২০১৯।