স্টাফ রিপোর্টার ॥
গাউসিয়া কমিটি বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার কার্যালয় উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের প্যারাডাইস পাড়াস্থ ইসহাক মঞ্জিলে স্থাপিত কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, সরকারি সা’দত কলেজের ইসলামিক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবীর আল-ক্বাদেরী, সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক খন্দকার আরিফ মাহমুদ, টাঙ্গাইল পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল ইসলাম আজাদ। গাউসিয়া কমিটি বাংলাদেশ টাঙ্গাইল জেলার সভাপতি আলহাজ¦ অধ্যক্ষ মো. আব্দুল হাই এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানে ক্বাদেরী টাঙ্গাইল এর সাধারণ সম্পাদক ও সরকারি সা’দত কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাইফুল মালেক আনসারী, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহমদ সুমন মজিদসহ সংগঠণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।