
স্টাফ রিপোর্টার ।।
ক্বাদেরিয়া ত্বরিকাভূক্ত আধ্যাত্বিক সংগঠণ আঞ্জুমানে ক্বাদেরী টাঙ্গাইল এর কার্যালয় উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর।
পৌর শহরের প্যারাডাইস পাড়াস্থ ইসহাক মঞ্জিলে স্থাপিত কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজের ইসলামিক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবীর আল-ক্বাদেরী, সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক খন্দকার আরিফ মাহমুদ, টাঙ্গাইল পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল ইসলাম আজাদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহমদ সুমন মজিদসহ সংগঠণের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আঞ্জুমানে ক্বাদেরী টাঙ্গাইল এর সাধারণ সম্পাদক ও সরকারি সা’দত কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাইফুল মালেক আনসারী।