টাঙ্গাইলে শ্যামা পূজা ও দীপাবলী উৎসব

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
সারাদেশের মতো টাঙ্গাইলেও রবিবার (১২ নভম্বের) অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম র্ধমীয় অনুষ্ঠান শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলী উৎসব। উৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও টাঙ্গাইল বড় কালীবাড়ি, ছোট কালীবাড়ি, রানী দীনমনি মহাশ্মশানসহ সকল উপজেলার মন্দির, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান, বাসভবন এবং শ্মশানে ভক্তদের পদচারনায় মুখর হয়ে উঠেছে। সারারাত অমাবস্যা তিথীতে অনুষ্ঠিত হবে শ্যামা পুজা।

হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের প্রয়াত স্বজনের আত্মার শান্তি কামনায় মোমবাতী ও প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছেন। সনাতন হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস, শ্যামা মায়ের পূজা অর্চনা করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে। তাই স্বজনহারা ব্যক্তিরা সমাধী বেদীতে প্রদীপ জ্বেলে সৃষ্টিকর্তার কাছে হারানো স্বজনদের জন্য স্বর্গীয় সুখের প্রার্থনা করেন।

২৩৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *