
বাসাইল প্রতিনিধি ।।
টাঙ্গাইলের বাসাইলে বিএনপি জামায়াতের নৈরাজ্য,অগ্নিকান্ড ও সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।রোববার(১২ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামীলীগের উদ্দোগে স্থানীয় কার্যালয়ের সামনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, তত্বাবধায়ক সরকারের মাধ্যমে ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসেছে জনগনের ভোটে। শেখ হাসিনার সরকার ক্রমাগতভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গেছে ।এই ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনা কাজ করে যাচ্ছে।গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে নিবার্চনের বিকল্প নেই।যারা দেশের উন্নয়ন চাই না তারা বিএনপি জামায়াত। আগামী নিবার্চন বানচালের জন্য বিএনপি জামায়াত নৈরাজ্য,অগ্নিকান্ড ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা চালাচ্ছে। তারা গাড়িতে, মানুষের গায়ে আগুন দিয়ে নিবার্চন বানচাল করতে পারবে না। এই শান্তি সমাবেশ থেকে তাদের রুখতে হবে।
শান্তি সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,বাসাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একে আজাদ খানশুর, রতন মিয়া,যুগ্ম সম্পাদক ও সদর ইউপির চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল সহ বিভিন্ন ইউপি’র সভাপতি ও সম্পাদকরা ।