স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে ছাত্র-যুব-সুধীজন সমাবেশ হয়েছে। রবিবার (১২ নভেম্বর) বিকেলে জামুর্কী ইউনিয়ন যুবলীগ জামুর্কী ঈদগা মাঠে এই সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মধুমতি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই সানি।
বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ইলিয়াছ আহমেদ, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাহার উদ্দিন মাস্টার, আওয়ামী লীগ নেতা শাহীন আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, জামুর্কী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন চৌধুরী সিজার, আনাইতারা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেকান্দার আলী, বানাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, মহেড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন আলম, উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।
সমাবেশে জামুর্কী, ফতেপুর, মহেড়া, বানাইল, আনাইতারা, উয়ার্শী ও ভাতগ্রাম ই্উনিয়নের দুই সহ¯্রাধিক নেতাকর্মীরা অংশ নেন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে।