স্টাফ রিপোর্টার, মির্জাপুর ।।
টাঙ্গাইলের মির্জাপুরে খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)) ও ভ্রাম্যমাণ আদালতে বিচারক মাসুদুর রহমান।
শনিবার (১১ নভেম্বর) উপজেলার গোড়াই ইউনিয়নের রহিমপুর এলাকায় বালু উত্তোলনকারীরা অবৈধভাবে বালু উত্তোলনকালে তিনি এ অভিযান পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত খনন যন্ত্রসহ বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।