স্টাফ রিপোর্টার ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর) ভার্চুয়ালী যুক্ত হয়ে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব-নির্মিত ৫টি বহুতল ভবন উদ্বোধন করবেন। এ ভবনগুলো উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয় তার পুর্নাঙ্গ রুপ পাবে। অবসান হবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুভোর্গের। একারনে বিশ্ববিদ্যালয়ে প্রতিটি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অজীবন স্বপ্ন ছিল তার প্রিয় সন্তোষে তৈরী হবে একটি বিশ্ববিদ্যালয়। যেখানে পড়ালেখা করে একজন শিক্ষার্থী দক্ষ জনশক্তিতে পরিনত হবে। তার এ স্বপ্ন বাস্তবায়ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৯ সালের ১২ অক্টোবর টাঙ্গাইলের সন্তোষ গ্রামে ভাসানীর মাজার সংলগ্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থাপনা নির্মানের জন্য বরাদ্দ দেন বিপুল পরিমান টাকার। ২০০৯ সালে আবারো আওয়ামী লীগ সরকার গঠন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ে আবারো শুরু হয় উন্নয়ন কর্মযজ্ঞ। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে নির্মান করা হয় একাধিক বহুতল ভবন। “মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় নির্মান করা হয়েছে ১০ তলা বিশিষ্ঠ প্রশাসনিক ভবন, ১২ তলা বিশিষ্ঠ একাডেমিক-কাম রিসার্চ ভবন, ৫৫০ ছাত্রের জন্য ১২ তলা ভিতে ৬ তলা পর্যন্ত শেখ রাসেল হল, ৭০০ ছাত্রীর জন্য ১০ তলা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মজিব হল, ১০ তলা ভিতে ৫ তলা পর্যন্ত সিনিয়র শিক্ষক ও কর্মকর্তা কোয়ার্টার। ইতিমধ্যে এই উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর) ভার্চুয়ালী যুক্ত হয়ে নব-নির্মিত এ ভবনগুলোর উদ্বোধন করবেন। বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা জানান, মাত্র কয়েক বছর আগেও তাদের এই বিশ্ববিদ্যালয়ে ছিল না পর্যাপ্ত ক্লাশরুম। একাডেমিক ভবনের সংকট ছিল। টিনের ঘরে তাদের অনেক কষ্টে ক্লাশ করতে হতো। ছিলনা আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাবের পর্যাপ্ত সুবিধা। এই ভবনগুলো উদ্বোধনের পর তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো দুর হবে। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে এই বিশ্ববিদ্যালেয়ের আরো উন্নয়ন করবেন।
প্রধানমন্ত্রী কর্তৃক ভবন উদ্বোধন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। বিশ্ববিদ্যালকে সাজানো হয়েছে বর্নিল সাজে। সরকারী আরো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এগিয়ে যাবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা, এমনটাই প্রত্যাশা সকলের।