টাঙ্গাইল পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ জামায়াত শিবিরের মিছিল

আইন আদালত টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে জামায়াত ও শিবিরের ঝটিকা মিছিল ছত্রভঙ্গ করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের রেজিস্ট্রিপাড়া এলাকায় অবরোধ সমর্থনে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। মিছিলটি রেজিস্ট্রিপাড়া এলাকার শাহিন স্কুলের সামনে পৌছালে পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ব্যানারসহ নেতাকর্মীরা এলোপাথারি দৌড়ে পালিয়ে যায়। মিছিল পরিবর্তিতে জামায়াত শিবিরের কোন নেতাকর্মী গ্রেফতার হয়নি। জেলা জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম মিয়া জানান, হয়তোবা কেউ মিছিল করতে পারে। তবে মিছিলে পুলিশ ধাওয়া দিয়েছে এখন পর্যন্ত এ ধরনের কোন তথ্য পায়নি। বিস্তারিত তথ্য জেনে পরে জানানো হবে।

 

২২০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *