গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর

গোপালপুর টাঙ্গাইল

গোপালপুর প্রতিনিধি ।।

টাঙ্গাইলের গোপালপুরে রাতের অন্ধকারে চোরচক্র নয় মাসের একটি গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর। ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাগুজীআটা গ্রামে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।

গরুর মালিক কাগুজীআটা গ্রামের আলা মিয়ার ছেলে মো. মামুন মিয়া জানান, প্রতিদিনের ন্যায় রবিবার (১২ নভেম্বর) রাতে গোয়ালে তার গর্ভবতী গাভীটি বেঁধে খাওয়া দাওয়ার পর ঘুমাতে যায়। পরদিন সকালে গোয়ালে গরু দেখতে না পেয়ে তিনি ডাক চিৎকার শুরু করেন। পরে বাড়ির লোকজন গাভীটিকে এদিক সেদিক খুঁজতে শুরু করেন। ঘন্টাখানেক পর বাড়ির সামনের থাকা চকে রক্তাক্ত মৃত বাছুর দেখতে পান। এসময় গাভীটির মালিক ও তার পরিবারের সদস্যরা মাথা, চামরা ও রশি দেখে সনাক্ত করেন এটিই তাদের গর্ভবতী গরু। এসময় সেখানে চোরচক্রের ব্যবহীত একটি জ্যাকেট পাওয়া যায়।

স্থানীয়দের ধারণা, চোরচক্র গর্ভবতী গাভীটি রাতে বাড়ি থেকে নিয়ে চকের মধ্যে জবাই করে বিক্রির জন্য গোস্ত নিয়ে গেছে। গাভীটির বর্তমান বাজার মুল্য প্রায় এক থেকে দেড় লাখ টাকা হবে।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ জানান, তাকে এখনো কেউ এবিষয়ে অবহিত করেনি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

৪২৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *