
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন হবে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায়। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু।
জেলার ১২টি উপজেলার ব্যাডমিন্টন দল নিয়ে ৪টি গ্রুপে বিভক্ত হয়ে উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। লৌহজং গ্রুপে ধনবাড়ী, দেলদুয়ার ও সখিপুর উপজেলা। ধলেশ^রী গ্রুপে মির্জাপুর, ভূঞাপুর ও কালিহাতী উপজেলা। যমুনা গ্রুপে বাসাইল, গোপালপুর ও টাঙ্গাইল সদর উপজেলা এবং ঝিনাই গ্রুপে ঘাটাইল, মধুপুর ও নাগরপুর উপজেলা।
উদ্বোধনী খেলায় পুরুষ ও নারী কর্মকর্তা ক্যাটাগরির দুটি ম্যাচে ধনবাড়ী উপজেলা বনাম সখিপুর উপজেলা মুখোমুখি হবে। জেলার ১২টি উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন জুটি খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
উপজেলা পর্যায়ের খেলা শেষ হওয়ার পর জেলা পর্যায়ে উপজেলা চ্যাম্পিয়ন দল ২টির সাথে নকআউট পর্বে সরকারী দপ্তর ও আমন্ত্রিত দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো- টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল প্রেসক্লাব, টাঙ্গাইল ক্লাব, রাইফেলস ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থা।