মধুপুরে ৪৮ হাজার মে.টন ধারণ ক্ষমতার রাইস সাইলোর উদ্বোধন

কৃষি টাঙ্গাইল টাঙ্গাইল স্পেশাল মধুপুর লিড নিউজ

হাবিবুর রহমান, মধুপুর ॥
টাঙ্গাইলের মধুপুরে ৫.৮ একর জায়গা জুড়ে ৪৮ হাজার ৩২০ মে. টনের আধুনিক রাইস সাইলোর যাত্রা শুরু হলো। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে সারা দেশের ন্যায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পরে ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন কালে প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ আধুনিক মধুপুর রাইস সাইলোটিও উদ্বোধন করেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি খাদ্য অধিদপ্তর কর্তৃক নির্মিত মধুপুর স্টিল রাইস সাইলো গণভবন হতে শুভ উদ্বোধন করবেন।

জানা যায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে খাদ্য মন্ত্রণালয়ের এ সাইলো নির্মাণ করে। আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পের আওতায় দুর্যোগোত্তর জরুরি প্রয়োজনে সরকারি এবং পারিবারিক পর্যায়ে কার্যকর খাদ্য মজুদ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সাইলো নির্মান করা হয়েছে। বন্যা সাইক্লোন খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করা জন্য দীর্ঘ মেয়াদি কৌশলগত মজুদ সংরক্ষণ করার উদ্দেশ্যে সরকারের খাদ্য মন্ত্রণালয় টাঙ্গাইলের মধুপুরে রাইস সাইলো নির্মাণ করছে। যার সংরক্ষণের ধারণ ক্ষমতা হবে ৪৮ হাজার ৩শ ২০ মেট্রিক টন। সাইলোর নির্মাণ কাজ ৯৭ ভাগ শেষ হয়েছে। বাকি ফিনিশিং কাজ দ্রুত এগিয়ে চলছে।
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে কাকরাইদ এলাকার মনোরম পরিবেশে এ সাইলো নির্মাণ হচ্ছে। সাইলোটি পুরোপুরি শুরু হলে আধুনিক ভাবে চাল সংরক্ষণের সুযোগ সৃষ্টি হবে। চাল সহজে নষ্ট হবে না। দুর্গন্ধময় হবে না। দীর্ঘ মেয়াদি চাল সংরক্ষণ করা যাবে। প্রাকৃতিক দুর্যোগের সময় সহায়ক হবে।

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশের ৫.৮ একর খাস জমি ক্রয় করে ৪৮ হাজার মে.টনের ধারণ ক্ষমতা সম্পন্ন করা হয়েছে। এ সাইলোতে সীমানা প্রাচীর, মেইন গেইট, সাব গেইট, গার্ড হাউজ, ট্রাক স্কেল,আনুষঙ্গিক যন্ত্রপাতি স্থাপন, ল্যাবরেটরি বিল্ডিং ও টেস্টিং যন্ত্রপাতি, ওজন নিয়ন্ত্রণ ভবন, ট্রাক পার্কিং,সাইলো কন্ট্রেলা রুম, বাকেট,এলিভেটর, ১৬ টি স্টীল সাইলো বিন, ব্যাগিং, কনভেয়র ও এলিভেটর স্থাপন, ইলেকট্রনিক মেকানিক্যাল যন্ত্রপাতি, ইলেকট্রনিক ও ডিজিটাল মেশিনারি, দীর্ঘদিন চাল মজুদ করার জন্য চাইলার মেশিন, স্বাস্থ্য সম্মত উপায়ে কীট নিয়ন্ত্রণের জন্য পরিবেশ বান্ধব নাইট্রোজেন গ্যাস ব্যবহার করার জন্য নাইট্রোজেন জেনারেটর স্থাপন, ব্যাগিং ও লোডিং হাউজ, গানি ব্যাগ গোডাউনসহ বিভিন্ন স্ট্রাকচার নির্মান করা হয়।

সাইলো বিন ও এর আনুষঙ্গিক যন্ত্রপাতি ইউএসএ এবং ইতালি হতে আনা হয়েছে। যা টেকসই ও গুণগতমানের উৎকৃষ্ট। খাদ্য মন্ত্রণালয়ের সাইলো নির্মাণ প্যাকেজের আওতায় মধুপুরে রাইস সাইলোর ধারণ ক্ষমতা হবে ৪৮ হাজার ৩২০ মে.টন। এ সাইলোতে মেইন গেট ও সাব-গেট, গার্ড হাউস, ট্রাক স্কেল, স্যামপ্লিং হাউস ও যন্ত্রপাতি স্থাপন, ল্যাবরেটরি বিল্ডিং ও টেস্টিং যন্ত্রপাতি, ওজন নিয়ন্ত্রণ ভবন। এছাড়াও থাকছে ১৬টি ট্রাক পার্কিং, ৪১৬ বর্গমিটার বাল্ক ট্রাক রিসিভিং, ১১২ বর্গমিটারের কন্ট্রোল রুম, ৫০ বর্গমিটার বাকেট এলিভেটর টাওয়ার, প্রতিটি ৩,০০০ মে.টন ধারণ ক্ষমতার ১৬টি স্টিল সাইলো বিন। সাইলোটি পুরোপুরি চালু খাদ্য সংরক্ষণে নতুন দিগন্তের সূচনা হবে। অর্থনৈতিক ভাবে এগিয়ে যাবে এ অঞ্চল। দুর্যোগ মোকাবেলায় এ সাইলোর সংরক্ষণে থাকা রাইস ব্যাপক ভূমিকা রাখবে। পুষ্টি গুন সমৃদ্ধ খাদ্য যোগানে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

তমা কনস্ট্রাকশন এন্ড কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ইনচার্জ শাকিল আহমেদ জানান, ৪৮ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার মধুপুর রাইস সাইলো ১৪ ই নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। ইতিমধ্যে আমরা প্রকল্পের প্রায় ৯৭ ভাগ কাজ সম্পন্ন করেছে। বাকি কাজ উদ্বোধন পরবর্তী সময় অতি দ্রুততার সাথে সম্পন্ন করবে। তার আশা এই প্রকল্প চালু হওয়ার পর অত্র এলাকার অর্থনৈতিক ব্যাপক পরিবর্তন আসবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী এ সাইলো উদ্বোধন কালে মধুপুরের জেলা পরিষদ অডিটোরিয়ামে সংযুক্ত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলীসহ খাদ্য মন্ত্রণালয় ও মধুপুরের বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

 

১৮৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *