স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের বলেছেন, আজকে যারা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা শেখ হাসিনার গলায় গামছা দিতে চায় বাসাইলের জনগণ এই হঠকারী রাজনৈতিক নেতাদের অতিতেও প্রত্যাখান করেছে ভবিষ্যতেও করবে। সম্প্রতি বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়ে যাওয়া বঙ্গবীর কাদের সিদ্দীকী বীর উত্তমের নির্বাচনী জনসভার বত্তৃতাকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা সেই আওয়ামী লীগ যারা বলেছিলাম বীর বাঙ্গালী অর ধরো বাঁশের লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো, আমরা তারাই যারা বলেছিলাম ভুট্টোর মুখে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো। এই আওয়ামী লীগকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন যে, তারা আওয়ামী লীগ করেন না সেই নব্য স্বৈরাচারের কাছে আর ক্ষমতাও হস্তান্তর করবে না।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি জামায়াতের নৈরাজ্য, অগ্নিকান্ড ও সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মতিয়ার রহমান গাউসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, বাসাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রহিম প্রমুখ।