স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর অ্যাডিশনাল ডিআইজি পদে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরফুদ্দীন এর পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন ও ফুলেল শুভেচ্ছা জানান। র্যাংক ব্যাজ পরিধানের সময় পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তার সহধর্মিণীগণও উপস্থিত ছিলেন।
র্যাংক ব্যাজ পরিধান শেষে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ এবং তাদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং দেশ ও জাতির কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশ ও জনগণের কল্যাণে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, রেঞ্জের সকল পুলিশ সুপার’গণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।