সোহেল রানা, কালিহাতী ॥
“যুক্তিতেই মুক্তি” এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্ত: কলেজ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
প্রথমদিনের প্রথম রাউন্ডে “জনসংখ্যা সমস্যাই বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায়” বিষয়ে উপজেলার হাতিয়া যমুনা কলেজ পক্ষে ও এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজ বিপক্ষে অংশগ্রহণ করেন। যুক্তি ও তর্ক শেষে প্রতিযোগিতায় যমুনা কলেজকে পরাজিত করে লুৎফর রহমান মতিন মহিলা কলেজ বিজয়ী হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হন লুৎফর রহমান মতিন মহিলা কলেজের আতশী সিদ্দিকা। এই প্রতিযোগীতায় উপজেলার মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাহেদুর রহমান এবং বিচারকের দায়িত্ব পালন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক ও একাডেমিক সুপারভাইজার জুলিয়া।
উল্লেখ্য, ১৬ নভেম্বর প্রতিযোগিতাটির দ্বিতীয় রাউন্ড, আগামী ২০ নভেম্বর সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর ফাইনাল রাউন্ডের মধ্য দিয়ে এই আন্ত: কলেজ বিতর্ক প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।