টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

খেলা টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ।

টুর্নামেন্টে ৪টি গ্রুপে বিভক্ত হয়ে উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করছে ১২টি উপজেলার পুরুষ ও নারী ব্যাডমিন্টন দল। লৌহজং গ্রুপে- ধনবাড়ী, দেলদুয়ার ও সখিপুর উপজেলা। ধলেশ^রী গ্রুপে- মির্জাপুর, ভূঞাপুর ও কালিহাতী উপজেলা। যমুনা গ্রুপে- বাসাইল, গোপালপুর ও টাঙ্গাইল সদর উপজেলা এবং ঝিনাই গ্রুপে- ঘাটাইল, মধুপুর ও নাগরপুর উপজেলা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন দল এই জেলা পর্যায়ে অংশগ্রহণ করছে। এই পর্বে অংশগ্রহণকারী দলগুলি হলো- টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল প্রেসক্লাব, টাঙ্গাইল ক্লাব, রাইফেলস ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থা। উদ্বোধনী খেলায় পুরুষ ক্যাটাগড়িতে সখিপুর উপজেলা (২-০) সেটে ধনবাড়ী উপজেলাকে পরাজিত করে পূর্ন পয়েন্ট অর্জন করেছে।

৪৩৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *