কালিতাতীতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবু নাসেরের জনসভা

কালিহাতী টাঙ্গাইল রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবু নাসেরের উদ্যােগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে জনসভাটি অনুষ্ঠিত হয়। সাবেক তুখোড় ছাত্রনেতা আবু নাসের টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। তিনি এফবিসিসিআই ও জনতা ব্যাংকের পরিচালক ছিলেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ২টা থেকে পুরো উপজেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এলেঙ্গা হাইস্কুল মাঠে এসে জড়ো হন। পরে হাজার হাজার নেতাকর্মীর বিশাল একটি মিছিল এলেঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বর কোণায় কোণায় ভরে যায়। উপস্থিত জনতার উদ্দেশ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবু নাসের বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আপনাদের ভালবাসা চাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যদি আমি মনোনয়ন পাই তাহলে অবশ্যই বিজয়ী হবো। আমি এমপি নির্বাচিত হলে কালিহাতীকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করবো। বেকারমুক্ত অসাম্প্রদায়িক উপজেলা গঠন করবো। বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা সদা সজাগ রয়েছে। জনগনকে সাথে নিয়ে তাদের মোকাবেলা করা হবে।

 

১৫৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *