
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী বলেছেন, আমি নির্বাচনের আগে কালিহাতীর মানুষকে কথা দিয়েছিলাম যে আমি যদি এমপি হতে পারি তাহলে জনগণ এমপির পিছনে ঘুরবে না, এমপিই জনগণের পিছনে ঘুরবে। আমি আমার কথা রেখেছি। আমি পরিবারের মায়া মমতা ত্যাগ করে মাসে ৩০ দিনে আমি ২৫-২৭ দিন কালিহাতীতে অবস্থান করে মানুষের কার কি সমস্যা, কালিহাতীর কোথায় ব্রীজ-কালভার্ট প্রয়োজন, কোন রাস্তা পাকাকরণ প্রয়োজন সেগুলো লিপিবদ্ধ করে জননেত্রী দেশরতœ শেখ হাসিনার মাধ্যমে তা সমাধান করার চেষ্টা করি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে কালিহাতী পৌর আওয়ামীলীগের আয়োজনে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কালিহাতীতে যেকোন আন্দোলন সংগ্রামে বিএনপি-জামায়াতকে বিগত দিনে মাঠে নামতে দেইনি আগামীতেও তাদেরকে মাঠে নামতে দিবো না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকে। তিনি বলেন, কালিহাতীর ১০০ ভাগের মধ্যে ৮৫ ভাগ রাস্তা পাকা হয়েছে। এছাড়াও কালিহাতীতে বর্তমান সময়ে যে উন্নয়ন হয়েছে বিগত ২০ বছরে তা হয়নি। এসময় তিনি আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখায় অনুরোধ জানান।
এ সময় কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি কম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মালেক ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজিত
সমাবেশটি সঞ্চালনা করেন কালিহাতী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। শান্তি ও উন্নয়ন সমাবেশে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৩০-৪০ হাজার লোকের সমাগমের মধ্য দিয়ে জনসমুদ্রে পরিণত হয়।