
স্টাফ রিপোর্টার ॥
বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের নবনির্মিত উর্দ্ধমুখী সম্প্রসারিত ২য় ও ৩য় তলা একাডেমিক ভবনের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম.সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ সদস্য আকরাম হোসেন কিসলু।
বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ গভর্নিংবডি সভাপতি রওশন আরা খান এর সভাপতিত্বে ও অধ্যক্ষ আনন্দ মোহন দে এর অনুষ্ঠান সঞ্চালনায় ভবন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফারুক হোসেন মানিক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ রৌফ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি গাজী সালাউদ্দিন, বর্তমান সভাপতি সরওয়ার আলম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুদ। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।