
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুজ্বরে আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে। তিনি হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈরের আনিসুর রহামান (৪৫)। বুধবার (১৫ নভেম্বর) তিনি চিকিৎসাধিন অবস্থায় মারা যান। মঙ্গলবার (১৪ নভেম্বর) তিনি হাসপাতালে ভর্তি হন। এপর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে মোট ১৬ জনের মৃত্যূ হয়েছে।
এদিকে, টাঙ্গাইল জেলায় থামছেই না ডেঙ্গু পরিস্থিতির ভায়াবহতা। প্রতিদিনই শনাক্ত হচ্ছে বিপুল সংখ্যক ডেঙ্গু রোগী। বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে জানিয়েছেন, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৩৩ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে পাঁচ হাজার ২২৭ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৫ জন রোগী। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ১০৬ জন রোগী। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ আছেন ১২১ জন রোগী।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৪ জন, নাগরপুর উপজেলায় ৭ জন, মির্জাপুর উপজেলায় ৯ জন, মধুপুর উপজেলায় ৭ জন, গোপালপুর উপজেলায় ১ জন এবং ধনবাড়ী উপজেলায় ২ জন রয়েছেন। এরা বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।