কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকার ঘুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে ঘুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা পরিষদের সভাপতি একেএম আতিকুর রহমান ফরিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার।
এসময় ঘুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজু আহাম্মেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র ও বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সদস্য সোহেল রানা, জমিদাতা সদস্য আব্দুস সামাদ, সহ-সভাপতি তাপস দেবনাথ, অভিভাবক সদস্য বকুল তালুকদার, সাংবাদিক সোহেল রানা ও বিদ্যুৎসাহী মহিলা সদস্য মৌসুমী আক্তার মিষ্টিসহ ঘুনী-সালেংকা গ্রামের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিদায়ী ও অন্যান্য ছাত্র-ছাত্রীবৃন্দ।
কালিহাতীতে বার্ষিক মিলাদ মাহফিল ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
৩১৭ Views