স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক আনন্দ মিছিল হয়েছে। টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ ও এ আসনের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তর নেতৃত্বে বুধবার (১৫ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলা সদরে পৃথক আনন্দ মিছিল করা হয়। এছাড়া একই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদের নেতৃত্বে গোড়াই শিল্পাঞ্চল এলাকায় আনন্দ মিছিল হয়।
পৃথক আনন্দ মিছিলে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পৃথক সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ।
তফসিলকে স্বাগত জানিয়ে মির্জাপুরে পৃথক আনন্দ মিছিল
১৮৩ Views