মির্জাপুরে ৪৭০ টাকার জন্য যুবক খুন ॥ দুইজনকে গ্রেফতার

অপরাধ টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মজনু সরকার নামে এক যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মজনু সরকার এ উপজেলার জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া গ্রামের তারা মিয়া ছেলে। পেশায় রাজমিস্ত্রি। এ ঘটনায় মজনুর স্ত্রী আকলিমা আক্তার বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চারজনকে আসামী করে মামলা করেছেন। পুলিশ বুধবার (১৫ নভেম্বর) রাতে এজাহারভূক্ত দুই আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- চুকুরিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য কয়েস খানের ছেলে হুমায়ুন খান ও হাসেন খানের ছেলে আল আমিন খান।
পুলিশ ও পারিবারিক সূত্র জানান, মজনু সরকারের কাছ থেকে আসামী আল আমিন খান সম্প্রতি ৪৭০ টাকা ধার নেয়। পাওনা টাকা চাওয়ায় দুইজনের মধ্যে গত (১৩ নভেম্বর) দুপুরে কথা কাটাকাটি হয়। একই দিন রাত সোয়া নয়টার দিকে একই গ্রামের কদ্দুস মিয়ার ছেলে জহুর উদ্দিন মাছ ধরার কথা বলে মজনুকে বাড়ি থেকে ডেকে নেন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। গত বুধবার (১৫ নভেম্বর) দুপুরে একই উপজেলার বানাইল ইউনিয়নের ভররা গ্রামের জনৈক লাবু মিয়ার পুকুর থেকে মজনু সরকারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মজনু সরকারের স্ত্রী আকলিমা আক্তার বাদী হয়ে চুকুরিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য কয়েস খানের ছেলে হুমায়ুন খান ও হাসেন খানের ছেলে আল আমিন খানকে আসামী করে থানায় মামলা করেন। বুধবার রাতে মির্জাপুর থানা পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করেন।
জামুর্কী ইউপির ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মামুন মিয়া জানান, পাওনা ৪৭০ টাকা চাওয়াকে কেন্দ্র করে মজনু ও আলআমিনের সঙ্গে কথাকাটাকাটি হয় বলে পারিবারিক সূত্রে জানতে পেরেছেন। কথা কাটাকাটির রেশ ধরেই মজনুকে হত্যা করা হয়েছে বলে পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) নবী হোসেন জানান, এজাহারভূক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

 

 

 

৭১০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *