
স্টাফ রিপোর্টার ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মুরাদ সিদ্দিকী। ইতোমধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে কালিহাতী উপজেলার ছাতিহাটী গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন। এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের সিদ্দিকী কটেজে শহরস্থ কালিহাতী উপজেলার বাসিন্দাদের সাথে বৈঠক করেন তিনি।
মুরাদ সিদ্দিকী বলেন, আমি জনগণের সাথে আছি, থাকবো। জয় পাইলেও মাঠে আছি, জয় না পাইলেও মাঠে আছি। জোর করে আমাকে কেউ মাঠ ছাড়া করতে পারবে না। জনগণই আমার মূল শক্তি। জনগণের ভালবাসায় আমি বেঁচে আছি। ইতোমধ্যে আমি কালিহাতী আসন থেকে এমপি পদে সংসদ নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।
উল্লেখ, টাঙ্গাইলের প্রভাবশালী সিদ্দিকী পরিবারের পৈত্রিক নিবাস কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামে। কালিহাতী থেকে মুরাদ সিদ্দিকীর বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকী একাধিকবার এমপি হয়ে মন্ত্রী হয়েছেন। পরে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন। এবারো লতিফ সিদ্দিকী নির্বাচন করতে কালিহাতীতে গণসংযোগ করছেন।
মুরাদ সিদ্দিকী টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে এমপি পদে একাধিকবার নির্বাচন করে উল্লেখযোগ্য ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সম্প্রতি তার বড় দুই ভাই লতিফ সিদ্দিকী ও মুরাদ সিদ্দিকীর বিরোধী প্রকাশ্যে চলে এসেছে।