স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সৃষ্টি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের বধ্যভূমিতে শিক্ষা সফর । বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে সৃষ্টি ইন্টারন্যাশনাল স্কুল থেকে ওই স্কুলের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য শিক্ষার্থীদের পৌর শহরের বধ্যভূমিতে নিয়ে যাওয়া হয়। ওই স্কুলের শিক্ষিকা আশিকা খান ও লাবনী আনসারীর নেতৃত্বে শিক্ষা সফরে টাঙ্গাইলের বধ্যভূমিতে নিয়ে যান।
সৃষ্টি ইন্টারন্যাশনাল স্কুলের স্কুলের শিক্ষিকা আশিকা খান বলেন, শিক্ষার্থীদের তো বিভিন্ন দর্শনার্থী জায়গায় নিয়ে যাওয়া হয়। কিন্তু আমরা ব্যতিক্রমী শিক্ষা সফর দিয়েছি। আমাদের শিশু শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা সফর হিসেবে নিয়ে গেছিলাম বধ্যভূমিতে । মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনারা বাঙালিদের নির্মমভাবে হত্যা করেছিল তার প্রমাণচিত্র স্ব-চোখে দেখার জন্য বধ্যভূমিতে নিয়ে আসা। আর নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে পারলে শিশুদের মাঝে দেশপ্রেম সৃষ্টি হবে।
টাঙ্গাইলের সৃষ্টি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের বধ্যভূমিতে শিক্ষা সফর
৫৫৩ Views