কালিহাতীতে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালিহাতী কৃষি টাঙ্গাইল

সোহেল রানা, কালিহাতী ।।

টাঙ্গাইলের কালিহাতীতে শস্য বিন্যাসে তেল ফসল অন্তর্ভূক্তির লক্ষ্যে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও সল্প-জীবনকালীন সরিষা ও বোরোর চাষ পদ্ধতি, বীজ বিতরণ এবং বীজ সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার আগ চারান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর আঞ্চলিক গবেষণা কেন্দ্রের আয়োজনে ও তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে গাজীপুর বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফরিদ আহমেদের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মোঃ রফিকুল ইসলাম, বিনা’র উদ্যতত্ত বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শামছুল আলম ও কালিহাতী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারহানা মামুন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, টাঙ্গাইল জেলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সরিষা উৎপাদনকারী জেলা। যার পরিমাণ ৫৮ হাজার ১২০ হেক্টর। তাঁরা আরও বলেন, টাঙ্গাইল জেলায় সরিষা উৎপাদনে বিনা বদ্ধপরিকর।

 

১৮০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *