
স্টাফ রিপোর্টার ।।
১৮ নভেম্বর টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উপমহাদের প্রখ্যাত দানবীর আর পি সাহা ( রণদা প্রসাদ সাহা) এর ১২৬ তম জন্মজয়ন্তী।
কুমুদিনী ওয়েল ফেয়ার ষ্ট্যাষ্ট অব বেঙ্গল ( বিডি) লিমিটেডের প্রতিষ্ঠা প্রখ্যাত দানবীর মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক শহীদ দানবীর রণদা প্রসাদ সাহার ১২৬ তম জন্মজয়ন্তী।
এ উপলক্ষে দানবীরের নিজ গ্রাম টাঙ্গাইলের মির্জাপুরে অন্যতম সেবাধর্মি প্রতিষ্ঠান কুমুদিনী হাসপাতাল,নারী জাগরণের অন্যতম প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস্,কুমুদিনী কমপ্লেক্স,কুমুদিনী নার্সিং স্কুল ও বিএসসি নার্সিং কলেজ ও টাঙ্গাইলের কুমুদিনী কলেজে নানান কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে প্রার্থনা সভা, স্বেচ্ছায় রক্তদান, কাঙালি ভোজ,হাসপাতালে রোগীদের মধ্যে উন্নত খাবার বিতরণ, ভারতেশ্বরী হোমস্ এর চত্বরে অনুষ্ঠিত হবে হোমসের মেয়েদের মনোমুগ্ধকর ডিসপ্লে ও দানবীর রণদা প্রসাদ সাহার জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে শোভা বর্ধন করতে অতিথি হিসেবে আসছেন প্রথম হিমালয় পর্বত বিজয়ী নিসাদ মজুমদার, হহহহহ স্থানীয় এমপি খান আহমেদ শুভ।জেলা প্রসাশক ড, আতাউল গনি,পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,মির্জাপুর পৌর মেয়র সালমা আক্তার ও উপজেলা নির্বাহী অফিসার হাফিজুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গতকাল বৃহস্পতিবার কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্হাপনা পরিচালক( এমডি) রাজিব প্রসাদ সাহা এবং পরিচালক (শিক্ষা) একুশে পদক প্রাপ্য প্রিন্সিপাল প্রতিভা মতসুদ্দি জানান দানবীর রণদা প্রসাদ সাহা ১৮৯৬ সালে মির্জাপুরে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন।।তাঁ পিতার নাম দেবেন্দ্র পোদ্দার ও মায়ের নাম কুমুদিনী দেবী।