
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নাগরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নাগরপুর গ্রামে ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিবের বাসভবনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আয়োজনে এ আলোচনা সভা হয়েছে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানির পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা-ই- রাকিব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান মতি। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরত আলী। আলোচনা সভাটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ টাঙ্গাইল শাখার সদস্য রাজিউল ইসলাম লেবু।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। এবং আবারও নৌকায় ভোট দিয়ে জয়ী করার আহবান জানান।
এ সময় নাগরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।