স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্বাগত জানিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ মিছিল হয়েছে। টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে মনোনয়ন প্রত্যাশী মধুমতি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ইবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান ইফসুফজাই সানির সমর্থকেরা এই আনন্দ মিছিল করে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ করেন।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহিন আলম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান খান ইফসুফজাই রেমন, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মিনহাজ আলী, গোড়াই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান খান ফিরোজ, মহিলালীগ নেত্রী খাদিজা আক্তার ও সুলতানা পারভীন প্রমুখ বক্তৃতা করেন।
৩২৫ Views