টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের দলীয় মনোনয়ন কিনলেন আবু নাসের

কালিহাতী টাঙ্গাইল রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করলেন আবু নাসের। শনিবার (১৮ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় কার্যলয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আবু নাসেরের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাচিনা গ্রামে। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের মধ্য দিয়ে রাজনৈতিক জীবনে প্রবেশ করেন।
আবু নাসের টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। এরআগে তিনি জেলা ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

আবু নাসের জনতা ব্যাংক ও এফবিসিসিআই এর একাধিক বারের পরিচালক ছিলেন। কালিহাতীতে প্রান্তিক কৃষকদের সুদমুক্ত ঋণ প্রদান, মুক্তিযোদ্ধা ও গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতা, শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ করেন। তুখোড় বক্তা আবু নাসের কালিহাতীর সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। উপজেলার ১৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় রয়েছে তার ব্যক্তিগত ভক্ত অনুসারী। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তার রয়েছে অত্যন্ত সুসম্পর্ক। গত মঙ্গলবার কালিহাতীর এলেঙ্গা বাস স্টান্ডে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিশাল জনসভা করেন। ব্যবসা ও রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে ঘনিষ্ঠ ভাবে জড়িত।

আবু নাসের বলেন, বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে রাজনীতি করি মানুষের কল্যাণে। বিএনপি-জামায়াতের শাসন আমলে অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়েছি। ১/১১ সময়ে জননেত্রী শেখ হাসিনার মুক্তির আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। দলের কাছে একাধিবার মনোনয়ন চেয়েছি। এবার মনোনয়ন পেলে কালিহাতী আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিব। কারণ কালিহাতীর মানুষ আমাকে ভালবাসে আমাকে চায়।

১,২০৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *