স্টাফ রিপোর্টার ॥
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপির কর্মী-সমর্থকদের বহনকারী ৮টি প্রাইভেটকার-মাইক্রোবাস দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) সকালে ডক্টর আব্দুর রাজ্জাক দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ায় শরীক হতে তারা ঢাকা যাওয়ার সময় মহাসড়কে মির্জাপুরের জামুর্কী ওই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হচ্ছেন- বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশিদ, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, আজহারুল ইসলাম, আলম মিয়া, মোতালেব হোসেন, গিয়াস উদ্দিন, আশিকুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম কালু। এছাড়া আরও দুজন নেতাকর্মীকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।
ধনবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন জানান, সোমবার (২০ নভেম্বর) ডক্টর আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র জমা দেবেন। সে লক্ষে ধনবাড়ী-মধুপুর এলাকা থেকে শতাধিক গাড়ি যোগে ঢাকা যাওয়ার পথে মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় পৌঁছলে বহরের একটি গাড়ি সামনে থাকা অপর একটি গাড়িকে ধাক্কা দেয়। এ সময় বহরে থাকা ৮টি গাড়ি পর পর দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় গাড়িতে থাকা ১২জন নেতাকর্মী আহত হয়। পরে তাদের মধ্যে দুজনকে স্থানীয় একটি ক্লিনিক ও অপর ১০জনকে কুমুদিনী হাসপাতালের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।