
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর সাক্ষরিত দলীয় প্যাডে তিন বছরের জন্য ৭৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।
টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটির সভাপতি হলেন আমিরুল ইসলাম সরকার ও সাধারণ সম্পাদক সাজ্জাত ইসলাম। এ কমিটিতে ১১ জনকে সহ-সভাপতি করা হয়। তারা হলেন-শাহ আলম, আব্বাস আলী খোকা বেপাড়ী, আব্দুল জলিল খান, সোজাউল করিম মানিক, মোস্তফা ব্যাপড়ী, কাশেম মিয়া, শাহাদৎ হোসেন সোহাগ, ইউসুফ মিয়া, মনিরুজ্জামান, স্বপন কুমার মন্ডল ও রফিকুল ইসলাম। ৩ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়। তারা হলেন- ডাঃ খান আরেফিন রাসেল, ফারুক হোসেন খান রাসেল ও বিপ্লব পাভেল।
অর্থ বিষয়ক সম্পাদক জাকির প্রমাণিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম রেজা, দপ্তর সম্পাদক শাহানুর ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক হায়দার আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলায়মান ভাড়ালী, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান খান সাদ, প্রশিক্ষণ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসেন জাকির, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিমেল রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশিকুজ্জামান রাছেল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম মানিক , বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুকুমার দাস, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহিনুজ্জামান শাহিন , মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মিয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ মেহেদী হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আল আমিন, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল আলিম চৌধুরী , মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক তৈবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক শেফালী আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম।
৫ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তারা হলেন- ইব্রাহিম মিয়া, টিপু সুলতান, ইব্রাহিম বেপাড়ী, ইব্রাহিম খলিল ও জাকির। উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসলাম, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপ-আইন বিষয়ক সম্পাদক বিষ্ণু প্রিয় দ্বীপ, উপ-যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, উপ-মহিলা বিষয়ক সম্পাদক রানী বেগম।
এছাড়া ২৭ জনকে কার্যনির্বাহী সদস্য করা হয়। তারা হলেন- আমীর হামজা বেপাড়ী, আব্দুল মান্নান, সেলিম রেজা, ইউসুফ সিকদার, নুর উদ্দিন, তারাজুল ইসলাম, শাকিল মিয়া, রাজ্জাক মিয়া, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, রফিকুল ইসলাম, ছবুর মিয়া, রবীন্দ্র রাজ বংশী, হানিফ মিয়া, ঝন্টু হাওলাদার, হাফিজুর রহমান বিদ্যুৎ, আব্দুল রকিব শাহজাদা, মনোরঞ্জন দাস, নেপাল রাজ বংশী, বাবুল মিয়া, মামুন মিয়া, নজরুল ইসলাম, রাম কৃষ্ণ রাজ বংশী, রিপন, মোস্তফা কামাল, রিপন মাহমুদ খোরশেদ, খায়রুল ইসলাম ও স¤্রাট সরকার।
এর আগে চলতি বছরের ৩১ জুলাই সম্মেলনের মাধ্যমে একজন উপদেষ্টা ও ৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।