টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনাল ২০ নভেম্বর

খেলা টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের দুই ক্যাটাগড়ির সেমিফাইনাল সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন আয়োজিত জেলা ক্রীড়া সংস্থা সহযোগিতায় পর্যায়ক্রমে ৭টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামের ২টি মাঠে।
পুরুষ বিভাগে সন্ধ্যা ৬টায় ১নং মাঠে ১ম সেমিফাইনালে খেলবে সখীপুর উপজেলা বনাম নাগরপুর উপজেলা এবং ২নং মাঠে টাঙ্গাইল সদর বনাম কালিহাতী উপজেলা। নারী বিভাগে ১নং মাঠে সন্ধ্যা ৬.৪০ মিনিটে টাঙ্গাইল সদর বনাম ভূঞাপুর উপজেলা। উপজেলা কর্মকর্তা-কর্মচারী বিভাগে ১নং মাঠে ৭.২০ মিনিটে সখীপুর উপজেলা বনাম নাগরপুর উপজেলা এবং ২নং মাঠে একই সময়ে টাঙ্গাইল সদর বনাম ভূঞাপুর উপজেলা।
জেলা কর্মকর্তা-কর্মচারী বিভাগে রাত ৮টায় ১নং মাঠে পুলিশ সুপারের কার্যালয় বনাম টাঙ্গাইল প্রেসক্লাব এবং ২নং মাঠে একই সময় জেলা প্রশাসন বনাম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মুখোমুখি হবে।
সেমিফাইনালে বিজয়ীরা আগামী বুধবার (২২ নভেম্বর) টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হবে।
উল্লেখ্য, গত (১৯ নভেম্বর) রাত ৮টায় কোয়ার্টার ফাইনালে টাঙ্গাইল প্রেসক্লাবের শামীম আল মামুন ও টুটুল হোসেন (২-০) সেটে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিপ্লব হোসেন ও শফিকুল ইসলামকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। ৭ দিনব্যাপী জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের খেলা পরিচালনায় ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করছেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম এবং প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করছেন জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ। সর্বাত্মক সহযোগিতা করেছেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং রেফারীবৃন্দ।

 

 

 

৩৯৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *