
নাগরপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের নাগরপুর “উপজেলা শহরে (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প” (১ম সংশোধিত) এর আওতায় নিম্নলিখিত প্রকল্পে নাগরপুর হাসপাতাল ইউপিসি অফিস পানান বাজার ভায়া মিয়া বাড়ি রোড, নাগরপুর যদুনাথ হাই স্কুল হতে মীরনগর রোড, নাগরপুর মির্জাপুর রোড ও বাবনাপাড়া নঙ্গীনাবাড়ি রোড, নাগরপুর কাঁচা বাজার, শাহজানি বাজারে কসাই খানা, নাগরপুর বাজারে কসাই খানা, পাবলিক টয়লেট তেবারিয়া, পাবলিক টয়লেট পাকুটিয়া বাজার, পাবলিক টয়লেট নাগরপুর বাজার এর জন্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু বলেন, আশা করি এ মাসের শেষ দিকে রাস্তার কাজগুলো, নাগরপুর কাঁচা বাজার, কসাই খানা ও পাবলিক টয়লেটের কাজ শুরু হবে। ইতিমধ্যে সাড়ে ৩ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে আমি জনগণের কাছে এ ধরনের প্রকল্পের নির্বাচনী ওয়াদা দিয়েছিলাম। প্রায় সকল কাজই দৃশ্যমান বাকী কাজ গুলো ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পর সম্পন্ন হবে।