জাহিদ হাসান তুষার ॥
একটি মানুষের পাঁচ’টি মৌলিক অধিকার এর মাঝে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি অধিকার। প্রতিটি মানুষের জীবনে শিক্ষা অপরিসীম ভূমিকা পালন করে থাকে।
একটি মানুষের জীবনে শিক্ষার বিকাশ ঘটে শিশু বয়সে। প্রতিটি মানুষের জীবনে তার শিশু জীবনের প্রাথমিক শিক্ষা’ই হয়ে ওঠে জীবনের অন্যতম উন্নয়নের চাবিকাঠি। শিশু শিক্ষা এতটাই গুরুত্বপূর্ণ যে, এ শিক্ষাই একসময় হয়ে ওঠে একটি জাতির ভবিষ্যৎ।
লক্ষনীয় এই যে, প্রতিটি শিশুর জন্যে প্রাথমিক শিক্ষাস্বরুপ একটি বিদ্যালয় খুব বড় ভূমিকা পালন করে থাকে। একটি বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুর মাঝে সামাজিক মূল্যবোধ, ভালো-মন্দ বিচার করার ক্ষমতা বৃদ্ধি পায়। এমনকি শিক্ষার মাধ্যমে নিজ দেশের প্রতি দেশপ্রেম জাগ্রত করে। প্রতিটি মানুষের একটি উন্নত ভবিষ্যৎ এর ভিত্তিপ্রস্তর এই প্রাথমিক শিশু শিক্ষা। একটি বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা একটি শিশু’র হাতেখড়ি’র অন্যতম মাধ্যম। এই প্রাথমিক শিক্ষার মাধ্যমেই প্রথমত একটি শিশু লিখতে, পড়তে শিখে, বুঝতে-জানতে শেখে, বিচার-বিশ্লেষণ করতে শেখে। সমাজে মানুষ মানুষের মাঝে সামাজিকতা, নৈতিকতাবোধ, বন্ধুত্ত্বপূর্ণ মনোভাব, সাংস্কৃতিকমনা, নিজ জ্ঞান বা চেতনা বৃদ্ধি করা, নিজ মানসিক বিকাশ ঘটে থাকে এই প্রাথমিক শিক্ষাঙ্গনেই। সর্বোপরি, প্রাথমিক শিক্ষার একটি বড় মাধ্যম একটি বিদ্যালয়।
পরিশেষে মূখ্য বার্তা এই যে- প্রতিটি শিশুর জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হলো শিক্ষা। নিজ পিতামাতা থেকে শুরু করে বিদ্যালয় শিক্ষাঙ্গন এর সমসমান দায়িত্ব- এই প্রাথমিক শিক্ষা প্রতিটি শিশুর জন্যে নিশ্চিত করে গড়ে তোলা। একটি শিশুই একটি দেশের আগামী দিনের ভবিষ্যত।
ছবির শিরোনামঃ সবার জন্য শিক্ষা। আলোকচিত্রীঃ মোঃ জাহিদ হাসান তুষার।
মানুষের পাঁচ’টি মৌলিক অধিকার এর মাঝে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি অধিকার
৩১৪ Views