
ভূঞাপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেল লাইনের উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্ল্যা উত্তরপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। যুবকের পরিচয় পাওয়া যায়নি। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে আগতেরিল্ল্যা উত্তরপাড়া একটি ব্রিজের কাছে রেললাইন দিয়ে হাঁটছিল অজ্ঞাত ব্যক্তিটি। পথিমধ্যে জামালপুর থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ধলেশ্বরী নামে একটি লোকা ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে প্রাণ হারায়। পরে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানায়।
ওসি আহসান উল্লাহ্ বলেন, বুধবার (২২ নভেম্বর) বিকালে আগতেরিল্ল্যা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যুর খবর স্থানীয়দের মাধ্যমে জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।